Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

নদীর জলে ভেসে উঠলো মৃতদেহ

 

The-corpse-floated-in-the-water-of-the-river

শম্পা গুপ্ত : নদীর জলে ভেসে উঠলো এক ব্যক্তির মৃতদেহ। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়া জেলার নিতুরিয়া থানা এলাকায়। ‌পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম বদি মারাণ্ডি (৫০)। বাড়ি কুলটি থানার ডিসেরগড় ফিল্টার কলোনীর শ্যামপুর এলাকায়। 


পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, দিনমজুর বদি মারাণ্ডি ১২ জানুয়ারী থেকে নিখোঁজ ছিলেন। প্রতিবেশী এক ব্যক্তির সৎকারের কাজে যাবার জন্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেন নি ওই ব্যক্তি। এরপর থেকে আত্মীয় পরিজনের বাড়িতে খোঁজখবর করেও তাঁর কোনও সন্ধান না মেলায় ১৪ জানুয়ারী কুলটি থানায় নিঁখোজের জায়েরি করেন পরিবারের সদস্যরা।


এরপর সোমবার দুপুরে নিতুরিয়া থানা এলাকায় দামোদর নদীর জলে ভেসে ওঠে নিখোঁজ ওই ব্যক্তির মৃতদেহ। পুলিশ পরে তাঁর পরিচয় উদ্ধার করে। পরিবারের দাবি, মৃতদেহের গলায় ও কানের কাছে লাল দাগ দেখা গেছে। তাঁদের সন্দেহ, তাঁকে খুন করে নদীর জলে ফেলে দেওয়া হয়েছে। মৃত্যুর আসল কারণ জানতে পুলিশ দেহটি ময়না তদন্তে পাঠিয়েছে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন