Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

পুণ্যার্থীদের আগমনে জমে উঠলো তুলিন সুবর্ণরেখা নদী

 

The-Tulin-Subarnarekha-river

শম্পা গুপ্ত : ‌করোনা পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে ‌মেলা। কিন্তু মকর সংক্রান্তির পুণ্যস্নানে পুণ্যার্থীদের ভিড়ের কমতি রইলো না। পুণ্যার্থীদের আগমনে জমে উঠলো পুরুলিয়ার তুলিন সুবর্ণরেখা নদী। বেলা বাড়তেই মকর সংক্রান্তি উপলক্ষে ঝালদা থানার তুলিন সুবর্ণরেখা নদীতে ভিড় জমলো পুণ্যার্থীদের। 


করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মকর মেলা বন্ধ রাখা হয়েয়ে। বিধি মেনে পুন্যস্নানে ছিল ছাড়। সেই মতো তৎপর ছিল প্রশাসনও। পুরুলিয়া জেলার এক অন্যতম ঐতিহ্য মকর ও টুসু মেলা। তাই প্রতি বছর মকর সংক্রান্তিতে দূরদূরান্ত থেকে তুলিন সুবর্ণরেখা নদীতে পুণ্যস্নানে আসেন পুণ্যার্থীরা। তবে করোনা পরিস্থিতির কারণে ভিড় ছিল অনেকটাই কম।


এদিন পুরুলিয়া শহরের অদূরে কংসাবতী নদীর তীরেও মকর সংক্রান্তির স্নানেও তেমন ভিড় লক্ষ করা যায় নি। পুলিশের পক্ষ থেকে আগাম ঘোষণা করা হয়েছিল, যাতে কোনওরকম ভিড় না করা হয়। এখানেও  মেলার আয়োজন করতে দেওয়া হয়নি। জেলার বেশ কয়েকটি প্রান্তেই মকর সংক্রান্তি উপলক্ষে যে সমস্ত মেলা হয়ে থাকে, তার কোনটিই এবছর আয়োজিত হয় নি বলে প্রশাসন সূত্রে জানা গেছে। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন