সমকালীন প্রতিবেদন : জলাশয় থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় মানুষরাই দেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। উত্তর ২৪ পরগনার হাবরা থানার বালুইগাছি এলাকার এই ঘটনা ঘটেছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে স্থানীয় বাসিন্দারা হাবরার বালুইগাছি এলাকায় খালের মধ্যে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির মৃতদেহ ভেসে থাকতে দেখে হাবড়া থানায় খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্দার করে নিয়ে যায়।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দু–একদিন আগেই ওই ব্যক্তি জলে ডুবে মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর আসল কারণ জানতে মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন