সমকালীন প্রতিবেদন : ঘরের ভেতরে ঢুকে কলেজের অধ্যক্ষকে মারধর, হেনস্থা এমনকি ধারালো অস্ত্র দিয়ে আক্রমন করার অভিযোগ উঠলো কলেজেরই এক শিক্ষাকর্মীর বিরুদ্ধে। অভিযুক্তকে শিক্ষাকর্মী গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার নহাটা যোগেন্দ্রনাথ স্মৃতি মহাবিদ্যালয়ের এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
করোনা পরিস্থিতির কারণে কলেজে ক্লাস বন্ধ। কিছু সংখ্যক কর্মী নিয়ে এই কলেজের অভ্যন্তরিন কাজ চলছে। সোমবার কলেজে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অর্ণব ঘোষ। এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ কলেজের অধ্যক্ষের ঘরে ঢোকেন কলেজের হিসাবরক্ষক রণপতি রায়। ঘরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দেন ওই কলেজ কর্মী। অধ্যক্ষ প্রথমে মনে করেন যে, বিশেষ কোনও কথা আছে। অভিযোগ, এরপর অধ্যক্ষের উপর হামলা চালিয়ে তাঁকে মারধোর করা হয়। এমনকি ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর আক্রমন চালানোর চেষ্টা হয় বলে অধ্যক্ষের অভিযোগ।
অধ্যক্ষের চিৎকারে কলেজের অন্যান্য কর্মীরা ছুটে এসে অধ্যক্ষকে রক্ষা করেন। তাঁকে রক্ষা করতে গিয়ে আক্রান্ত হন অন্য শিক্ষাকর্মীরাও। এই ঘটনায় কলেজ জুড়ে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্ত কলেজ কর্মী রণপতি রায়কে গ্রেপ্তার করে। অধ্যক্ষ অর্ণব ঘোষ অভিযোগ করেন যে, 'অভিযুক্ত শিক্ষাকর্মীর বিরুদ্ধে একাধির আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। দিন কয়েক আগে কলেজের অন্যান্য সহকর্মীদের সঙ্গে তাঁর বিবাদ বাধে। সেদিনের সিসি ফুটেজ চাইতে এসে সে আমার উপর এমন হামলা চালায়।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন