Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

PETRAPOLE : পেট্রাপোলে অনির্দিষ্টকালের জন্য বানিজ্য বন্ধের সম্ভাবনা

 ‌

Possibility-of-indefinite-closure-of-trade-in-Petrapole

সমকালীন প্রতিবেদন : আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য পেট্রাপোল সীমান্ত দিয়ে রপ্তানী বানিজ্য বন্ধ থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। ‌রপ্তানী বানিজ্যের সঙ্গে যুক্ত সংগঠনগুলির যৌথ আন্দোলনে এই পরিস্থিতি তৈরি হয়েছে। পেট্রাপোল স্থল বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে হটকারী সিদ্ধান্তের অভিযোগ তুলে বৃহস্পতিবারও আন্দোলন সংগঠিত হয় এই সীমান্তে।


জানা গেছে, বাংলাদেশের উদ্দেশ্যে যাওয়া পন্য বোঝাই ট্রাক পেট্রাপোল স্থল বন্দরে প্রবেশ করার পর নির্দিষ্ট পদ্ধতি মেনে সেই ট্রাক বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এই কাজের জন্য এতোদিন পরিবহন সংস্থার কর্মীরা সেই স্থান পর্যন্ত প্রবেশ করতেন। সম্প্রতি দেশের নিরাপত্তার প্রশ্নে পরিবহন কর্মীদের সেখানে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে।


এই ঘটনার প্রতিবাদে গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পরিবহন সংস্থারগুলি। এব্যাপারে বনগাঁ গুডস ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি খোকন পালের অভিযোগ, 'পেট্রাপোল স্থল বন্দরের বর্তমান ম্যানেজার কমলেশ সাহানী পরিবহন সংগঠনগুলির সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়াই নতুন নতুন নিয়ম চালু করছেন। এর ফলে রপ্তানী বানিজ্যে ক্ষতি হচ্ছে। আমাদের দাবি না মানা হলে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য এই সীমান্ত দিয়ে বানিজ্য বন্ধ রাখা হবে।'‌




1 টি মন্তব্য:

  1. Bitcoin Casinos - Best Crypto Casino (2021)
    ‎Online Casino Games · ‎The Best Online Casinos · ‎Free Spins at the World's Most Trusted Online 바카라 Casinos · ‎Online Bonuses at 인카지노 the World's Most Trusted Online Casinos · ‎Online งานออนไลน์ Sportsbooks

    উত্তরমুছুন