দেবাশীষ গোস্বামী : নেতাজী সুভাষচন্দ্র বসুকে সন্মান জানাতে কেন্দ্রীয় সরকার নতুন সিদ্ধান্ত নিল। ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস এবং ২৩ জানুয়ারি নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের বিভিন্ন প্রান্তে এই দিনটি মহা সমারোহে পালিত হয়।
সরকারিভাবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান পালন শুরু হয় ২৪ জানুয়ারি থেকে। এবার থেকে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শুরু হবে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী ২৩ জানুয়ারি থেকে। গত বছর অর্থাৎ ২০২১ সালে নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
সেই সময় কেন্দ্রীয় সরকার নেতাজী সুভাষচন্দ্র বসুকে সন্মান জানাতে তাঁর জন্মদিন ২৩ জানুয়ারি পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছে। এবার থেকে নেতাজীর জন্মদিন থেকে প্রজাতন্ত্র দিবস পালনের মাধ্যমে নেতাজীকেও সম্মান জানানো হবে বলে মনে করা হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন