সমকালীন প্রতিবেদন : ট্রাকের নিচে পিষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক অটো চালকের। পুলিশ জানিয়েছে, মৃত অটো চালকের নাম অভিজিৎ হালদার (২৫)। বাড়ি উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার আশরাবাদ রেল কলোনি এলাকায়। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটেছে অশোকনগরের যশোর রোডের উপর।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন নিজের অটোরিক্সায় যাত্রী নিয়ে অশোকনগর স্টেশনের দিকে যাচ্ছিলেন অভিজিৎ হালদার। যশোর রোড ধরে যাবার সময় অশোকনগর স্পিনিং মিলের কাছে আসার পর হাবড়ার দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ছোট ট্রাক সজোরে তাঁর অটোতে ধাক্কা মারলে অটোটি উল্টে যায়। রাস্তার উপরে ছিটকে পরেন অটোচালক অভিজিৎ হালদার।
এরপরই ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন ওই অটো চালক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। অন্যদিকে, ওই অটোতে থাকা দুই যাত্রী মারাত্মক জখম হন। স্থানীয়রা তাঁদেরকে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। ঘাতক ট্রাকটিকে স্থানীয়রাই আটক করে অশোকনগর থানায় খবর দেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন