সমকালীন প্রতিবেদন : স্বামীকে খুনে মদত দেওয়ার অভিযোগে স্ত্রীকে গ্রেপ্তার করল পুলিশ। একই সঙ্গে এই খুনের ঘটনায় সরাসরি যুক্ত থাকার অভিযোগে স্ত্রীর প্রেমিক এবং তার বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। পুরুলিয়া জেলার কোটশিলা থানার বড়তোড়িয়া গ্রামের এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যান পূর্ণচাঁদ কুমার নামে বছর ২২ বয়সের এক যুবক। তিনদিন পর এলাকার একটি জঙ্গল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহের শরীরে একাধিক কাটা দাগ ছিল। প্রাথমিকভাবে পুলিশ এই ঘটনাটিকে একটি অস্বাভাবিক মৃত্যু বলে লিপিবদ্ধ করলেও পরে আসল তথ্য বেরিয়ে আসে।
পুলিশি তদন্তে প্রকাশ পায় যে, মৃত যুবকের স্ত্রী পারুলের সঙ্গে সঞ্জয় কুমার নামে এক যুবকের প্রেমের সম্পর্ক তৈরি হয়। আর সেই প্রেমের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন স্বামী পূর্ণচাঁদ। আর তাই তাঁকে তাঁর স্ত্রীর মদতে পরিকল্পিতভাবে খুন করে সঞ্জয় কুমার এবং তার বন্ধু সৌমেন্দ্র কুমার। এরপর পুলিশ তাদের ৩ জনকে গ্রেপ্তার করে বুধবার পুরুলিয়া আদালতে পেশ করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন