স্কুল খুলতে পথে
অনলাইনের পরিবর্তে স্কুল খুলে ক্লাস ঘরে বসে অফলাইনে পড়াশোনা চালু করানোর দাবিতে পথে নামলেন ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা। সোমবার দুপুরে বনগাঁর ১ নম্বর রেল গেট থেকে হাতে পোস্টার, ব্যানার নিয়ে যশোর রোড ধরে একটি পদযাত্রায় পা মেলান শতাধিক মানুষ। শেষে অতিরিক্ত স্কুল পরিদর্শক দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়। এদিন পথে নামা শিক্ষাপ্রেমীরা জানান, যখন মেলা থেকে শুরু করে দোকান, বাজার, সিনেমা হল– সবকিছুই খোলা, তখন কেন স্কুল বন্ধ থাকবে। তাই অবিলম্বে স্কুল খোলার দাবি জানান তাঁরা।
ডাকাতির কিনারা
সিভিক ভলান্টিয়ারদের বেঁধে রেখে ডাকাতির ঘটনার কিনারা করল পুলিশ। গ্রেপ্তার করা হল ৩ দুষ্কৃতীকে। তাদের কাছ থেকে প্রচুর মাদক উদ্ধার হয়েছে। ২৯ ডিসেম্বর উত্তর ২৪ পরগনার গাইঘাটার ধর্মপুর বাজারে সিভিক পুলিশদের বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটায় দুষ্কৃতীরা। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ হাওড়ার উলুবেড়িয়া থেকে সিদ্ধার্থ বেদ, সন্তোষ দাস এবং অভি বেদ নামে ৩ দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে পুলিশ ২৩ কিলো ২০০ গ্রাম গাজা উদ্ধার করে। ধৃতদের মধ্যে সিদ্ধার্থ বেদ, সন্তোষ দাসকে সোমবার বারাসত আদালতে পাঠানো হয়। বাকি অভি বেদকে তোলা হয় বনগাঁ আদালতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন