Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

‌দিনের টুকিটাকি : ‌৩১ জানুয়ারী, ২০২২

আদালত চত্ত্বরে 

সোমবার উত্তর ২৪ পরগনার বারাসত আদালতের বার অ্যাসোসিয়েশন নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হল।  এই কারণে দিনভর সরগরম ছিল জেলা আদালত চত্ত্বর। আইনজীবীরা শৃঙ্খলা মেনে ভোট দেন। গোটা ভোট প্রক্রিয়া  নির্বিঘ্নে সম্পন্ন হয়। ভোট প্রক্রিয়া চলাকালীন আদালত চত্ত্বরে উপস্থিত হন বারাসত সাংগঠনিক জেলার তৃণমূল  সভাপতি অশনি মুখার্জি। তিনি বলেন, 'সবাই উৎসবের মেজাজে ভোট দিচ্ছে। সবাই সবার প্যানেলকে ভোট দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। অশনিবাবু আশাবাদী তাদের দলের প্যানেলই এবার জয়ী হবে এবং আইনজীবীরা তাঁদের পরেই ভরসা রাখবেন। আগামী দিনে বার অ্যাসোসিয়েশনের আরও উন্নয়ন হবে সেই জন্য আমাদের দলকেই ভরসা রাখবে।' 



আগাম লিখন

নির্বাচন কমিশন এখনও পুরসভা নির্বাচনের দিন ঘোষণা করে নি। তার আগেই গেরুয়া শিবির শুরু করেছে দেওয়াল লিখনের কাজ। যদিও এখনও প্রার্থী তালিকা প্রকাশিত হয় নি। এ বিষয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার ওবিসি মোর্চার সম্পাদক সৈকত মিত্র বলেন, '‌আমাদের দলের হয়ে যিনিই প্রার্থী হোন না কেন, আমরা তার সঙ্গে আছি। আমাদের দলের মধ্যে কোনওরকম দ্বন্দ্ব নেই। পুর ভোটের দিন এগিয়ে আসছে। সেই কারণেই আমরা এখন থেকেই দেওয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছি। এদিন দেখা গেল, বিজেপি কর্মীরা দেওয়ার পুরনো লেখা মুছে চুন করছেন।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন