করোনায় ব্যবস্থা
করোনা আক্রান্তদের পাশে দাঁড়ালো পুরুলিয়া পুরসভা। পুরসভার স্বাস্থ্য দপ্তরে কর্মীরা আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের খোঁজখবর নিচ্ছেন। পাশাপাশি, বৃহস্পতিবার পুরসভার বিভিন্ন এলাকায় স্যানিটাইজ করা হয়। বৃহস্পতিবার সকালে পুরুলিয়া পুরসভার প্রশাসক নবেন্দু মহালি স্বাস্থ্য দপ্তরের কর্মীদের নিয়ে শহরের ২১ নম্বর ওয়ার্ড সহ বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন। করোনা আক্রান্তদের বাড়িতে শুকনো খাবার পৌঁছে দেন। অন্যদিকে, এদিন দুপুরে পুরুলিয়া সদর থানা, পুরুলিয়া স্টেট ব্যাঙ্ক সহ বেশ কয়েকটি জায়গাতে পুরসভার কর্মীদের নিয়ে স্যানিটাইজ করার ব্যবস্থা করা হয়। পুরো প্রশাসক জানিয়েছেন, পুরুলিয়া শহরের বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন। তিনি আরও বলেন, পুরুলিয়া সদর থানার কয়েকজন পুলিশ আধিকারিক, কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তাই সদর থানার পাশাপাশি বেশ কয়েকটি জায়গায় এদিন স্যানিটাইজ করা হয়।
শীতবস্ত্র প্রদান
বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, স্যান্ডেলের গ্রাম পঞ্চায়েতের কনকনগর হাইস্কুল মাঠে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ৮ হাজার দুঃস্থ পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হল। আমপান, ইয়াস পরবর্তী সুন্দরবনের প্রান্তিক মানুষেরা একের পর এক বাসস্থান, খাদ্য হারিয়ে ফেলেছিল। তারপর আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে ওইসব প্রান্তিক এলাকার মানুষজন। তাদের পাশে হাত বাড়িয়ে দিয়েছেন বিধায়ক ও গ্রাম পঞ্চায়েত। তাদের অভাব-অভিযোগের একের পর এক সমাধানের পাশাপাশি সেন্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়নাল আবেদীন গাজীর উদ্যোগে এদিন সেইসব দুঃস্থ মানুষদের হাতে শীতবস্ত্র, কাপড়, লুঙ্গি, বাচ্চাদের জামা কাপড় তুলে দেওয়া হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল, স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জুলা মন্ডল, উপপ্রধান জয়নাল আবেদীন গাজী, ব্লক সভাপতি শহিদুল গাজী, এসটিএসসি সেলের সভাপতি সুরজিৎ বর্মন, শিক্ষার কর্মাধক্ষ তুষার মন্ডল সহ একাধিক নেতৃত্ব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন