গাড়িতে রক্তদান
ভ্রাম্যমাণ গাড়িতে রক্তদান শিবির। শনিবার উত্তর ২৪ পরগনার বারাসত হেলাবটতলা এলাকায় এমনই অভিনব রক্তদান শিবিরের আয়োজন হল। আয়োজক বারাসত ইউথ রেভুলেশন। করোনা পরিস্থিতিতে রক্তদান শিবির তুলনায় কম আয়োজন হচ্ছে। ফলে অনেকক্ষেত্রে রক্তের সঙ্কট দেখা দিচ্ছে। আর তাই রক্তের সঙ্কট কাটাতে আর্ত মানুষের পাশে দাঁড়াতে বারাসত ইউথ রেভুলেশনের এই উদ্যোগ। এবছরই প্রথম রক্তদান শিবিরের আয়োজন করলো এই সংগঠন। সমস্ত কোভিড বিধি মেনেই তারা এই শিবিরের আয়োজন করে। প্রেত্যেকে মাক্স পরে, হাত স্যানিটাইজ করে রক্তদান করেছেন। এদিনের শিবিরে মোট ৫০ জন রক্তদান করেন। আগামী দিনে মানুষের পাশে থাকতে এভাবেই তাঁরা সামাজিক কাজ চালিয়ে যাবেন বলে জানান ইউথ রেভুলেশনের সদস্যরা।
গ্রেপ্তার ৮
বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার নোয়াপাড়া গ্রামে পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের শনিবার দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তাদেরকে ১৪ দিনের জন্য জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। তাদের বিরুদ্ধেবেআইনি অস্ত্র রাখা, কর্তব্যরত পুলিশের উপর হামলা, পুলিশের গাড়িতে ভাঙচুর করা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। অবৈধভাবে মজুদ করা কয়লা উদ্ধার করতে গিয়ে শুক্রবার আক্রান্ত হয় পুলিশ। জখম হন দুই পুলিশ কর্মী। পরিস্থিতি সামলাতে পুলিশকে কাঁদানে গ্যাস ছুঁড়তে হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন