সৌদীপ ভট্টাচার্য : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখালেন তৃণমূল কর্মীরা। শনিবার নদীয়ায় যাওয়ার সময় কল্যাণী রোডের উপর ব্যারাকপুর ওয়ারলেস মোড় এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় তৃণমূলের পক্ষ থেকে এই কালো পতাকা দেখানো হয়।
জানা গেছে, একটি কর্মসূচিতে এদিন কল্যানীতে যাচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই খবর পেয়ে এদিন আগে থেকেই ব্যারাকপুর ওয়ারলেস মোড়ে কল্যানী রোডের উপর উপস্থিত হন স্থানীয় তৃণমূলের কয়েকজন কর্মী। শুভেন্দু অধিকারীর গাড়ি ওই এলাকা পার হবার সময় ওই তৃণমূল কর্মীরা তাঁকে উদ্দেশ্য করে কালো পতাকা নাড়াতে থাকেন।
যদিও পুলিশ গোটা এলাকা ঘিরে রেখে শুভেন্দুবাবুর গাড়িকে নির্বিঘ্নে বের করে দিতে সমর্থ হয়। এব্যাপারে এক বিক্ষোভকারী জানান, বিজেপির সিদ্ধান্তে প্রজাতন্ত্র দিবসে নেতাজী সম্পর্কিত পশ্চিমবঙ্গের ট্যাবলো বাতিল করা হয়েছে। শুভেন্দু অধিকারী সেই দলের সদস্য হওয়ায় তাঁকে কালো পতাকা দেখিয়ে ধিক্কার জানানো হল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন