সমকালীন প্রতিবেদন : আর্থিক প্রতারণার অভিযোগে বিজেপির এক যুব নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। উত্তর ২৪ পরগনার হাবড়া থানা এলাকার ঘটনা। বিজেপির অভিযোগ, রাজনৈতিক কারণে তাদের যুব নেতাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। যদিও তৃণমূলের পাল্টা দাবি, নির্দিষ্ট অভিযোগে ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত বিজেপি নেতার নাম সুদীপ্ত কুন্ডু ওরফে বুবুন। সে হাবড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের অর্ন্তগত জয়গাছি এলাকার বাসিন্দা। এলাকার বিজেপির যুব নেতা হিসেবে পরিচিত সে। তার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে।
জানা গেছে, নদীয়ার হাঁসখালি থানা এলাকার বাসিন্দা মানিক ঘোষ দিন তিনেক আগে হাবড়া থানায় লিখিত অভিযোগ করেন যে, সুদীপ্তর সঙ্গে তাঁর অনলাইন ট্রেডিং এর কারবার আছে সেই সূত্র ধরে প্রায় ১৪ লক্ষ টাকা প্রতারণা করেছে সুদীপ্ত। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
শুক্রবার তাকে বারাসত আদালতে তোলা হলে আদালতের কাছে হলফনামা দিয়ে অভিযোগকারী জানান যে, পাওনা টাকার অনেকটাই সুদীপ্ত শোধ করে দিয়েছে। ফলে তাঁর আর কোনও অভিযোগ নেই। এরপরই বিচারক অভিযুক্তকে জামিনে মুক্তি দেন। বিজেপির অভিযোগ, সামনে পুরসভা নির্বাচন। তাই সুদীপ্তকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। যদিও হাবড়ার তৃণমূল নেতা নারায়ণ সাহার পাল্টা বক্তব্য, আইনী পথে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন