Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

AUSTRALIAN OPEN : অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন আ্যশলে বার্টি

 ‌

Australian-Open-champion-Ashley-Barty

দেবাশীষ গোস্বামী : ‌এবছর অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হলেন অস্ট্রেলিয়ারই আ্যশলে বার্টি। দীর্ঘ ৪৪ বছর পর কোনও অস্ট্রেলিয়ান মহিলা অস্ট্রেলিয়া ওপেনে চ্যাম্পিয়ন হলেন। 

আজ অস্ট্রেলিয়ার মেলবোর্নের রড লেবার এরিনায় এবারে অস্ট্রেলিয়া ওপেন টেনিসের মহিলা বিভাগের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এই খেলায় অস্ট্রেলিয়ান প্রতিযোগী আ্যশলে বার্টি আমেরিকার ড্যানিয়েল কলিন্সকে ৬-৩,৭-৬(৭-২) সেটে হারিয়ে এবারের মহিলা বিভাগের অস্ট্রেলিয়ান ওপেন প্রতিযোগিতা জিতে নেন। 


এর আগেও ১৯৭৮ সালে ক্রিস ওনিল শেষবার একজন অস্ট্রেলিয়ান মহিলা হিসেবে এই অস্ট্রেলিয়ান ওপেন প্রতিযোগিতায় জিতেছিলেন। আ্যশলে বার্টি এই নিয়ে ৩ টি গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতায় জিতলেন। এর আগে ২০১৯ সালে ফরাসি ওপেন এবং ২০২১ সালে উইম্বলডন চ্যাম্পিয়ন হন তিনি।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন