Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

‌LOCKDOWN : ফের দুদিনের লকডাউন হাবড়ায়

Another-two-day-lockdown-in-Habra

সমকালীন প্রতিবেদন : ‌ফের লকডাউনের কথা ঘোষনা করল উত্তর ২৪ পরগনার হাবড়া পুর প্রশাসন। আগামী বৃহস্পতি এবং শুক্রবার হাবড়া শহর জুড়ে লকডাউনের কথা ঘোষণা করেছেন হাবরা পুরসভার প্রশাসক নারায়ন চন্দ্র সাহা। 


শনিবার হাবরা পুরসভার পক্ষ থেকে প্রশাসকমন্ডলীর বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে লকডাউনের বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, গতকাল শুক্রবার প্রথম ২৪ ঘন্টার জন্য লকডাউনের কথা ঘোষনা করেছিল হাবড়া পুরসভা। শনিবার ফের সিদ্ধান্ত নিয়ে ঘোষনা করা হয়, আগামী সপ্তাহের বৃহস্পতি এবং শুক্রবার লকডাউন থাকবে হাবরা শহরে। পাশাপাশি, শনিবার হাবরা জয়গাছি সুপার মার্কেটের সুতিবস্ত্রের হাটও বন্ধ থাকবে। 


করোনা সংক্রমণ দিন দিন যেভাবে বেড়ে চলেছে, সেই পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পুর প্রশাসক নারায়ণ চন্দ্র সাহা। হাবড়ার সহকারী পুর প্রশাসক তারক দাস জানান, পুরসভা এবং পুলিশ প্রশাসনের প্রচেষ্টায় যেভাবে সচেতনতার প্রশার চালানো হচ্ছে, তাতে সাধারণ মানুষ আগের তুলনায় অনেক বেশি করে মাস্ক ব্যবহার করছেন। এভাবে সবাই সচেষ্ট হলে দ্রুত পরিস্তিতি নিয়ন্ত্রনে আনা সম্ভব হবে। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন