সৌদীপ ভট্টাচার্য : তৃণমূল বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হলো। জাতীয় ফুল পদ্মকে অবমাননা করেছেন বিধায়ক মদন মিত্র। এমনই অভিযোগ তুলে উত্তর ২৪ পরগনার রহড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।জাতীয় ফুলকে অসম্মান করার অভিযোগ তুলে তার প্রতিবাদও করা হয়েছে।
২৬ জানুয়ারী কামারহাটির বিধায়ক মদন মিত্র বেলঘরিয়ায় এক পুষ্প প্রদর্শনীতে গিয়ে জাতীয় ফুল পদ্মকে ছিড়ে তিনি পদ্মকে বয়কট করার ঘোষণা করেন। আর সেই ঘটনারই প্রতিবাদ জানাতে বিজেপির কলকাতা উত্তর শহরতলী জেলার মাইনরিটি মোর্চার সভাপতি শেখ রমজান আলী সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী রহড়া থানায় বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
বিজেপি কর্মীরা এদিন থানায় গিয়ে কর্তব্যরত পুলিশ অফিসারকে সৌজন্যমূলকভাবে পদ্মফুল দিতে গেলে তিনি তা প্রত্যাক্ষান করেন। বিজেপি কর্মীরা এরপর সাধারণ মানুষের মধ্যে পদ্মফুল বিতরণ করেন। এই প্রসঙ্গে রমজান আলী বলেন, পদ্ম জাতীয় ফুল। বিধায়কের মতো সমাজের এক দায়িত্ববান নাগরিক হিসাবে জাতীয় ফুল পদ্ম কে অবমাননা করার প্রতিবাদ জানাতেই এই অভিযোগ দায়ের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন