সমকালীন প্রতিবেদন : বিভিন্ন সময় চুরি যাওয়া বিভিন্ন মোবাইল উদ্ধার করে মোবাইলের মালিকদের হাতে তুলে দিল পুলিশ। শুক্রবার উত্তর ২৪ পরগনার হাবড়া থানার পক্ষ থেকে এই মোবাইলগুলি তুলে দেওয়া হল হাবড়ার মহকুমা পুলিশ আধিকারিক।
হাবড়া এলাকা থেকে সম্প্রতি বেশ কিছু মোবাইল ফোন চুরি যায় এবং হারিয়ে যায়। আর সেইসব ঘটনা নথিভূক্ত হয় হাবড়া থানায়। পুলিশ এরপর নিজস্ব ব্যবস্থাপনায় মোট ৩৭ টি মোবাইল ফোন উদ্ধার করতে সমর্থ হয়। সেগুলিই এদিন একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে মোবাইলের মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
এসডিপিও রোহিত শেখ এসম্পর্কে জানান, এদিন যে মোবাইলগুলি ফিরিয়ে দেওয়া হল, তারমধ্যে অধিকাংশই অ্যানড্রয়েড ফোন। হারানো মোবাইল ফেরত পেয়ে খুশি মোবাইলের মালিকরা। তাঁরা ধন্যবাদ জানিয়েছেন বারাসত পুলিশ জেলা আধিকারিকদের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন