Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

সপ্তাহে সাড়ে চার দিন কাজ, আড়াই দিন ছুটি

 ‌

Work-four-and-a-half-days-a-week

দেবাশীষ গোস্বামী : অভিনব সিদ্ধান্ত নিল সংযুক্ত আরব আমিরশাহী (UAE)। সাধারণত পৃথিবীর সব দেশেই পাঁচ দিনে কাজের সপ্তাহ ধরা হয়। পৃথিবীর প্রথম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরশাহী এই কাজের দিনে পরিবর্তন ঘটালো। আগামী ১ জানুয়ারি ২০২২ থেকে তারা সপ্তাহে সাড়ে চার দিন কাজ এবং আড়াই দিন ছুটি হিসেবে ঘোষণা করেছে। 


সমস্ত ইসলামিক দেশেই রবিবারের পরিবর্তে শুক্রবারে সম্পূর্ণ ছুটি থাকে। কারণ শুক্রবার দুপুরে নামাজ পড়া হয়। কিন্তু সংযুক্ত আমিরশাহী এবার থেকে শুক্রবারে অর্ধেক এবং শনি ও রবিবার সম্পূর্ণ ছুটি হিসেবে ঘোষণা করেছে। এবার থেকে সেখানে সোম থেকে বৃহস্পতিবার সকাল ৭.৩০ থেকে দুপুর ৩.৩০ পর্যন্ত সরকারি কাজের সময় হিসেবে ধরা হবে। শুক্রবার ৭.৩০ থেকে দুপুর ১২টা পর্যন্ত সরকারি কাজকর্ম হবে। 


মনে করা হচ্ছে পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা এবং দেশে আরও অর্থনৈতিক বিনিয়োগ বাড়ানোর জন্য সংযুক্ত আরব আমিরশাহী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ভারতেও কেন্দ্রীয় স্তরে দিনে কাজের সময় বাড়িয়ে সাপ্তাহিক ছুটির দিন বাড়ানোর চিন্তা-ভাবনা চলছে।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন