Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১

মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচি ‌ঘোষিত

 

Women-Cricket-World-Cup

দেবাশীষ গোস্বামী : মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচি ‌ঘোষিত হল। আগামী বছর অর্থাৎ ২০২২ এ মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডের। আইসিসি‌র পক্ষ থেকে এই মহিলা বিশ্বকাপ খেলার সময়সূচি ঘোষনা করা হয়েছে। ছেলেদের বিশ্বকাপের মতো মেয়েদের বিশ্বকাপেও ভারতের প্রথম প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এই খেলাটি অনুষ্ঠিত হবে ৬ মার্চ ২০২২। 


এবারের মহিলা ক্রিকেট বিশ্বকাপ শুরু হবে ৪ মার্চ। শুরুর দিন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আয়োজক দেশ নিউজিল্যান্ডের খেলা হবে। সূচি অনুযায়ী ৩০ এবং ৩১ মার্চ অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। ৩ এপ্রিল নিউজিল্যান্ডের ক্রাইশ্টচার্চে অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। মোট ৮ টি দল এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে। এরমধ্যে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা আগেই যোগ্যতার ভিত্তিতে এই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। 


এছাড়া, নিউজিল্যান্ড আয়োজক দেশ হিসেবে এই প্রতিযোগিতায় খেলবে। বাকি ৩ টি দল অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং বাংলাদেশ বর্তমান মহিলা বিশ্ব ক্রিকেট র‌্যাঙ্কিং থেকে এই প্রতিযোগিতায় খেলবে। এখন দেখার বিষয়, গতবারের রানার্স আপ ভারত এই প্রতিযোগিতায় কিরকম ফল করে ?




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন