Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

বনগাঁয় যাত্রী তোলা নিয়ে বিবাদ, মাথা ফাটলো টোটো চালকের

 

Toto-driver-head-cracked

সমকালীন প্রতিবেদন : ‌যাত্রী তোলা নিয়ে বিবাদের জেরে এক টোটো চালককে মেরে তাঁর মাথা ফাটিয়ে দিল অন্য দুই টোটো চালক। আহত টোটো চালকের মাথায় সেলাই পরেছে। বৃহস্পতিবার দুপুরে বনগাঁ থানা এলাকার এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এব্যাপারে হামলাদের বিরুদ্ধে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে আইএনটিটিইউসি।


জানা গেছে, বৃহস্পতিবার বনগাঁর পাইকপাড়া এলাকায় যাত্রী তোলাকে কেন্দ্র করে অন্য টোটো চালকের সঙ্গে বচসা বাধে আর এক টোটো চালক আবু তাহের সরদারের। তখনকার মতো বিবাদ মিটিয়ে যাত্রী তুলে রওনা দেন আবু তাহের। এরপর এদিন দুপুর ২ টো নাগাদ বনগাঁ স্টেশন থেকে যাত্রী তুলে মতিগঞ্জ এলাকায় যাত্রীদের নামানোর পর ঝন্টু গাজী ও পিন্টু গাজী নামে দুই টোটো চালক আবু তাহেরকে বেধড়ক মারধোর করে বলে অভিযোগ। ঝন্টু এবং পিন্টু সম্পর্কে দুই ভাই। মারধোরে আবুর মাথা ফেটে যায়।


রক্তাক্ত আবুকে এরপর অন্য টোটো চালকেরা চিকিৎসার জন্য বনগাঁ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর মাথায় ৪ টি সেলাই পরে। এরপর তিনি বনগাঁ থানায় ঝন্টু গাজী ও পিন্টু গাজীর নামে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আহত আবু তাহের। তাঁর আরও অভিযোগ, এর আগেও এই দুই টোটো চালক ভাই তাঁকে নানাভাবে হুমকি দিয়েছে। এরপর এদিন হামলা চালিয়ে তাঁর মাথা ফাটিয়ে দিয়েছে।


এই হামলার ঘটনার তীব্র নিন্দা করে আইএনটিটিইউসির বনগাঁ ব্লক সভাপতি অমিতকুমার বসু জানান, 'আইএনটিটিইউসির ব্যানার ব্যবহার করে বনগাঁর কিছু টোটো চালক আলাদা ইউনিয়ন তৈরি করে নানা সমস্যা তৈরি করছে। এই অবৈধ ইউনিয়নের কাজকর্মের বিরুদ্ধে সংগঠনের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে এর আগেও অভিযোগ জানানো হয়েছে। ওই অবৈধ সংগঠনেরই সদস্য ঝন্টু এবং পিন্টু। আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত ঝন্টু এবং পিন্টুকে গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।'‌






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন