Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

পৌষ কালীপুজোর ব্যানারে নাম নেই বর্তমান পুর প্রশাসকের

 ‌

There-is-no-name-of-the-current-mayor

সৌদীপ ভট্টাচার্য : পৌষ কালীপুজোর ব্যানারে নাম নেই বর্তমান পুর প্রশাসকের। সেই জায়গায় নাম দেওয়া হয়েছে অন্য একজনের। আর এই ব্যানারকে ঘিরেই মঙ্গলবার শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। অভিযোগ, উত্তর ২৪ পরগনার গারুলিয়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পৌষ কালীপুজোর ব্যানার ঘিরে এই রাজনৈতিক চাপানউতোর ছড়ালো শ্যামনগর ফিডার রোড এলাকাতে। 


নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক তথা গারুলিয়া পুরসভার প্রাক্তন প্রধান সুনীল সিং অভিযোগ করেন, একটা পুরসভায় একের অধিক পুর প্রশাসক রয়েছেন গারুলিয়া পুরসভাতে। তিনি আরও বলেন, হঠাৎই হয়তো গারুলিয়া পুরসভার বর্তমান প্রশাসক রমেন দাসকে পরিবর্তন করে, তাঁর জায়গায় ১ নম্বর ওয়ার্ডের বিদা‌য়ী কাউন্সিলর তথা গারুলিয়া পুরসভার বর্তমান প্রশাসকমন্ডলীর সদস্য অনন্যা সাহাকে বসানো হয়েছে। 


সেই কারণেই পৌষ কালীপুজোর ব্যানারে অনন্যা সাহার নামের পাশে পুর প্রশাসক হিসেবে উল্লেখ করা হয়েছে। যদিও এই বিষয় নিয়ে বলতে গিয়ে গারুলিয়া পুরসভার প্রশাসক রমেন দাস জানান, 'হয়তো ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃতভাবে এই ভুল করেছেন পুর প্রশাসকমন্ডলীর সদস্য অনন্যা সাহা।' 


তিনি আরও জানান, 'এই সম্পূর্ণ ঘটনা দলের দমদম–ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিকের কাছে জানানো হবে।' অপরদিকে, গারুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দত্ত জানান, 'এই ঘটনা সম্পূর্ণ অন্যায়ভাবে করা হয়েছে। পুর প্রশাসক কোনওদিন ২ জন হন না। এই ঘটনা আমরা উচ্চ নেতৃত্বকে জানাবো।'




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন