সমকালীন প্রতিবেদন : বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ যুবকের মৃতদেহ মিললো বাড়ির কাছের রেল লাইনের ধার থেকে। রক্তাক্ত যুবকের দেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আর তার থেকেই পরিবারের অভিযোগ, তাঁকে প্রথমে খুন করে পরে মৃতদেহ লাইনের ধারে ফেলে রাখা হয়েছে। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকায়।
পুলিশ এবং পরিবার সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম সুমন সাহা (২৫)। বাড়ি হাবড়া থানার ইতিনা এলাকায়। তিনি হাওড়ায় একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। মঙ্গলবার সন্ধেয় কাজ থেকে বাড়ি ফিরে রাতে বন্ধুর বাড়িতে কালীপুজো আছে বলে বাড়ি থেকে বের হন। এরপর বুধবার সকালে বাড়ির কাছেই রেল লাইনের উপর থেকে এই যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়।
ঘটনার খবর পেয়ে রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। রেল লাইনের পাশ থেকে মদের বোতল পাওয়া গেছে বলে রেল পুলিশ জানিয়েছে। এটা খুন, না আত্মহত্যার ঘটনা, ময়না তদন্তের রিপোর্ট পাবার পর তা জানা যাবে। পরিবারের লোকেরা জানিয়েছেন, রাত ১১ টা নাগাদ শেষবারের জন্য তাঁর সঙ্গে বাড়ির লোকের কথা হয়েছিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন