সৌদীপ ভট্টাচার্য : পূর্ব রেলের শিয়ালদা–লালগোলা স্পেশাল মেমু রেকের সূচনা হল। মঙ্গলবার ব্যারাকপুর স্টেশনে এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই সাংসদ অর্জুন সিং এবং জগন্নাথ সরকার। পাশাপাশি উপস্থিত ছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা, শিয়ালদার ডিআরএম এস পি সিং সহ অন্যান্য আধিকারিকেরা।
পূর্ব রেল সূত্রে জানা গেছে, নতুন যে রেক চালু হল, সেগুলিতে জায়গা অনেক বেশি, যেখানে যাত্রীরা আরও করে দাঁড়ানোর সুযোগ পাবেন। আগের থেকে বেশি করে হাতল লাগানো হয়েছে। সবথেকে বড় সুহিধা, যাত্রী নিরাপত্তায় প্রতি কামরায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এদিন ব্যারাকপুর স্টেশনে সবুজ পতাকা নাড়িয়ে নতুন এই ট্রেন যাত্রার সূচনা করেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা।
এ সম্পর্কে শিয়ালদা ডিআরএম এস পি সিং জানান, 'নতুন এই ট্রেনে কোনও ভেন্ডার কামরা থাকছে না। কোচের ভেতরে বসেই যাত্রীরা প্রয়োজনে চালকের সঙ্গে কথা বলতে পারবেন। আর ভাড়া অপরিবর্তিত থাকছে। এই মেমু রেক এই শাখায় নতুন অন্তর্ভুক্ত হল। এই ধরনের মেমু ট্রেন চলাচলের ফলে আগের থেকে রেলের বছরে ৩০ শতাংশ সাশ্রয় হবে।'
সাংসদ অর্জুন সিং অভিযোগ তোলেন, 'রেলের জমি দখল হয়ে যাচ্ছে। এমনকি অসাধু চক্রের হাত ধরে রেলের জমি কাঠা প্রতি ৩ থেকে ৪ লক্ষ টাকায় বিক্রিও হয়ে যাচ্ছে। কেন্দ্র সরকারের লক্ষ্য, রেল থেকে ব্যবসা নয়। আয়ের টাকা থেকে যাত্রী সুরক্ষা বাড়ানো, পরিষেবা বাড়ানো। রেলের এই জায়গা দখলমুক্ত করে সেখানে মল তৈরি করে রুজির ব্যবস্থা করতে পারে। রাজনৈতিক লড়াইয়ের কারণে রাজ্য সরকার জায়গা না দেওয়ায় ব্যারাকপুরের মানুষ মেট্রো রেলের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন