Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

দলবদলের ফলে পঞ্চায়েত হাতছাড়া হলো বিজেপির

 ‌

The-BJP-lost-the-panchayat

শম্পা গুপ্ত : ‌বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করায় পঞ্চায়েত হাতছাড়া হলো বিজেপির। দখল নিল তৃণমূল। পুরুলিয়া জেলার পাড়া ব্লকের আনাড়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা। রবিবার একটি অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূলে যোগদান করলেন আনাড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান জ্যোতি লায়েক। সঙ্গে যোগদান করেন এই পঞ্চায়েতেরই বিজেপির আরও দুই সদস্য গণেশ মাজী এবং গৌতম কৈবর্ত। 


রবিবার কাশীপুরের তৃণমূলের কার্যালয়ে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া, সম্পাদক সজল দেওঘরিয়া, পাড়া ব্লক সভাপতি পুলক ব্যানার্জি, প্রাক্তন বিধায়ক উমাপদ বাউরি, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরিটি আচার্য সহ পাড়া ব্লক তৃণমূলের অন্যান্য নেতৃত্ব। সেখানেই তাদের হাতে এদিন দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া।


এব্যাপারে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া, সম্পাদক সজল দেওঘরিয়া আশাপ্রকাশ করে বলেন, '‌এই যোগদানের ফলে আনাড়া গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে এলো। আগামী দিনে তৃণমূল এই গ্রাম পঞ্চায়েত পরিচালনা করবে। পাশাপাশি, এলাকায় তৃণমূলের শক্তি বৃদ্ধি হলো।'


দল বদলের কারণ হিসেবে এদিন পঞ্চায়েত প্রধান জ্যোতি লায়েক বলেন, 'বিজেপিতে থেকে কাজ করতে পারছিলাম না। অনেক সমস্যা হচ্ছিল। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উন্নয়নমূলক কাজে নিজেকে সামিল করতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম।'‌





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন