সমকালীন প্রতিবেদন : দোকানের টিন কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো বনগাঁ থানার অভিযান সংঘের কাছে। চুরি গেছে প্রায় ৮৫ হাজার টাকার পোষাক। ওই এলাকায় যশোর রোডের ধারে একটি পোষাকের দোকান রয়েছে শশাঙ্ক দত্ত নামে এক ব্যবসায়ীর। পাশাপাশি আরও দোকান রয়েছে সেখানে। চুরির ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ|
দোকানের মালিক শশাঙ্ক দত্ত বলেন, 'বুধবার সকালে দোকান খুলে দেখি সবকিছু লন্ডভন্ড। দোকানের শোকেস থেকে প্রচুর শীতের পোষাক সহ অন্যান্য দামী জামাকাপড় চুরি হয়ে গেছে। চোরেরা দোকানের পেছন দিকের টিন কেটে ভেতরে ঢুকে এই কান্ড ঘটিয়েছে। দোকানে নগদ ৮ হাজার টাকা রাখা ছিল। চোরেরা সেই টাকাগুলিও নিয়ে গেছে।
জানা গেছে, মঙ্গলবার বনগাঁর পাইকারী কাপড়ের হাট থেকে প্রচুর টাকার নতুন পোষাক তুলেছিলেন ওই ব্যবসায়ী। তার মধ্যে শীতের দামী পোষাক অনেক ছিল। সেগুলির একটি বড় অংশ বিক্রির উদ্দেশ্যে দোকানে রেখেছিলেন তিনি। আর ওই রাতেই দোকানে হানা দেয় দুষ্কৃতীরা। এলাকার ব্যবসায়ীদের বক্তব্য, ওই এলাকায় ৩ টি রাষ্টায়ত্ব ব্যাঙ্ক সহ বহু দোকান রয়েছে। কোথাও সিসি ক্যামেরা লাগানো নেই। আর সেই সুযোগকে কাজে লাগিয়েছে চোরেরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন