Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

‌নির্মল বাংলা প্রকল্পে কন্যাশ্রীর মেয়েদের যুক্ত করার সিদ্ধান্ত

‌Nirmal-Bangla-Project-Kanyashree-girls-are-involved

শম্পা গুপ্ত : রাজ্য সরকারের মিশন নির্মল বাংলা প্রকল্পকে সফল করতে কন্যাশ্রীর মেয়েদেরকে এই প্রকল্পের কর্মকান্ডের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিল পুরুলিয়া জেলা প্রশাসন। এই উপলক্ষ্যে শুক্রবার দুপুরে পুরুলিয়া জেলা পরিষদের মিটিং হলে কন্যাশ্রীর মেয়েদের নিয়ে একটি বৈঠক করল জেলা প্রশাসন। 


পুরুলিয়ার জেলা শাসক রাহুল মজুমদার জানান, মিশন নির্মল বাংলা প্রকল্পকে সফল করতে নবম থেকে দ্বাদশ শ্রেনীর মেয়েদেরকে যুক্ত করা হচ্ছে। শৌচাগার ব্যবহারের সপক্ষে সাধারন মানুষকে সচেতন করতে সবুজ সাথীর সাইকেল নিয়ে কন্যাশ্রীর মেয়েরা র‌্যালি করবে। কন্যাশ্রীর মেয়েরা গিয়ে বলবে, আমি কন্যাশ্রী। আমি শৌচাগার ব্যবহার করি। আপনি করেন তো ?


তারা সাধারণ মানুষকে আরও বোঝাবে, খোলা জায়গায় মলত্যাগ কোনওভাবেই বাঞ্ছনীয়  নয়। বদলে শৌচাগার ব্যবহার করতে হবে। জেলা প্রশাসনের আশা, এভাবে মানুষকে সচেতনতার বার্তা দিলে মিশন নির্মল বাংলা প্রকল্প বাস্তবায়নে সাফল্য মিলবে। সচেতনতার অন্য মাধ্যম হিসেবে ইংরাজি বছরের প্রথম দিন জেলার সাংবাদিক এবং জেলা প্রশাসনের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে।   



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন