সমকালীন প্রতিবেদন : বিদ্যুৎ বিভ্রাটে অস্ত্রপচারের টেবিলে প্রসূতিকে তুলেও শেষপর্যন্ত অস্ত্রপচার করা সম্ভব হল না। এই পরিস্থিতিতে প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে অন্যত্র স্থানান্তরিত করে। অবশেষে স্থানীয় একটি নার্সিং হোমে নিয়ে গিয়ে ওই প্রসূতির সিজারের ব্যবস্থা করেন পরিবারের লোকেরা। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ক্ষুব্ধ প্রসূতির পরিবারের লোকেরা হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করলে পুলিশ একজনকে আটক করে।
জানা গেছে, অশোকনগর থানার দৌলতপুর এলাকার বাসিন্দা জয়দেব পালের স্ত্রী মাম্পি পাল গর্ভবতী অবস্থায় চার দিন আগে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবারতাঁর সিজার করার কথা ছিল। সেইমতো অস্ত্রপচারের আগে তাঁকে অবশ করার ইনজেকশন দেওয়া হয়। আর তারপরই হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাট ঘটে। দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়ায় সমস্যায় পরে যান চিকিৎসক।
এদিকে, ওই প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় অবশেষে তাঁকে বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসক। এরপরেই উত্তেজিত হয়ে পরেন ওই প্রসূতির পরিবারের সদস্যরা। তাঁরা চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের উপর ক্ষোভ দেখাতে থাকেন। গোলমালের খবর পেয়ে হাবড়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবারের এক সদস্যকে আটক করে। যদিও এব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ কোনও প্রতিক্রিয়া দিতে চায় নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন