দেবাশীষ গোস্বামী : জাতীয় আয়োগ সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ সংক্ষেপে নীতি আয়োগের করা সর্বশেষ সমীক্ষায় দেখা যাচ্ছে যে, কলকাতায় কর্মসংস্থানের সুযোগ ও অর্থনৈতিক সমৃদ্ধির বিষয়টি যথেষ্ট খারাপ। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা এই সমীক্ষায় ১০০ নম্বরের মধ্যে মাত্র ৪ নম্বর পেয়েছে।
জাতীয় সংস্থা নীতি আয়োগ দেশের ৫৬ টা শহরের মধ্যে নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ ও অর্থনৈতিক সমৃদ্ধির বিষয়ে একটি সমীক্ষা চালায়। এই সমীক্ষা অনুযায়ী, বেঙ্গালুরু একশোর মধ্যে ৭৯ নম্বর পেয়ে সবচেয়ে ভালো জায়গায় আছে অর্থাৎ বেঙ্গালুরু শহরের কর্মসংস্থানের সুযোগ ও অর্থনৈতিক সমৃদ্ধি যথেষ্ট ভালো।
শুধু কলকাতা নয়, ৪ মহানগরীর অবস্থাই যথেষ্ট খারাপ। এর মধ্যে দিল্লির অবস্থা কিছুটা হলেও ভালো। তাদের সংগ্রহ ৪৩ নম্বর। আর এক মহানগর চেন্নাইয়ের সংগ্রহ ৩৬। দেশের অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ের অবস্থাও যথেষ্ট খারাপ। তাদের সংগ্রহ মাত্র ১৭। বিহারের রাজধানী পাটনার সংগ্ৰহ ১৭। এই সমীক্ষা অনুযায়ী, ৫৬ টি শহরের মধ্যে যে শহরটি শেষ স্থান দখল করেছে, সেটি হলো ঝাড়খণ্ডের ধানবাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন