সৌদীপ ভট্টাচার্য : সিভিক ভলান্টিয়ারকে বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটলো। এই ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা। মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার কলাসিমা বাজারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরে পাশের ধর্মপুর বাজারে কর্তব্যরত সিভিক ভলান্টিয়াররা এসে ওই সিভিকদের উদ্ধার করে গাইঘাটা থানায় খবর দেন।
জানা গেছে, এদিন গভীর রাতে কলাসিম বাজারে রাত পাহারায় থাকা এক সিভিক ভলান্টিয়ারকে বেঁধে রেখে দু:সাহসিক ডাকাতির ঘটনা ঘটালো দুষ্কৃতীরা। পরপর ৩ টি সোনার দোকানের সার্টার এবং লকার ভেঙে কয়েক লক্ষ টাকার সোনা ও রুপোর গয়না নিয়ে পালায় ডাকাতেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রাতে কলাসিমা বাজারে ডিউটি করছিলেন গাইঘাটা থানার দুই জন সিভিক ভলান্টিয়ার। এই সময় ডাকাতদের একটি দল ওই বাজারে হানা দেয়। কর্তব্যরত দুই সিভিক ভলান্টিয়ারকে বাজারের ভিতরে বেঁধে রেখে তিনটি সোনার দোকানে লুটপাট চালায় ডাকাতদল। দুটি দোকান থেকে সোনা, রুপোর গয়না হাতাতে পারলেও অন্য একটি দোকানের সার্টার ভেঙেও কিছুই নিতে পারে নি দুষ্কৃতীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন