সমকালীন প্রতিবেদন : চাকরি দেওয়ার নামে সংস্থা খুলে প্রতারণার কাজ দিব্বি চলছিল। বিশ্বাস করে অনেকেই সেই সংস্থায় অর্থের বিনিময়ে যোগাযোগ করেন। অবশেষে প্রতারিতদের তৎপরতায় ধরা পরল প্রতারক। উত্তর ২৪ পরগনার অশোকনগর এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, অশোকনগরের রাধা কেমিকেল এলাকায় তাপস ব্যানার্জি নামে এক ব্যক্তি চাকরি দেওয়ার নাম করে একটি সংস্থার অফিস খুলে বসে। সেখানে বিভিন্ন সংস্থায় সিকিউরিটি গার্ড, নার্স, আয়া ইত্যাদির মতো চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো। তার বিনিময়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা তোলা হতো।
এইভাবে এই প্রতারক সংস্থা কয়েক হাজার টাকা তুলেছে বলে অভিযোগ। প্রতারক ওই ব্যক্তি প্যাড ছাপিয়ে তাতে মিথ্যা নিয়োগপত্র দিত। পরে বিষয়টি ধরা পরে। অনেকে টাকা জমা দিয়ে কোনও কাজই পান নি। অবশেষে বুধবার প্রতারিতরা ওই সংস্থার অফিসে গিয়ে বিক্ষোভ দেখান। খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ উপস্থিত হয়ে প্রতারনার অভিযোগে তাপস ব্যানার্জি নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন