সমকালীন প্রতিবেদন : নিম্নমানের জিনিস দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে। এই অভিযোগ তুলে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। তাঁরা দাবি তোলেন, অবিলম্বে সঠিকভাবে রাস্তা তৈরি করতে হবে। বনগাঁ থানার ধরমপুকুর পঞ্চায়েত এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো।
বনগাঁ ব্লকের ধরমপুকুর পঞ্চায়েতের অর্ন্তগত বনগাঁ–বাগদা সড়কের ঘাটবাওর মোড় থেকে বিভূতিভূষণ ঘাট পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তা বছর দশেক ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ২০১৩ সালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে এই রাস্তাটি তৈরির কাজ শুরু হলেও পরে তা বন্ধ হয়ে যায়। বর্তমানে জেলা পরিষদ পুনরায় সেই রাস্তাটির নির্মাণ কাজ শুরু করেছে৷
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের জিনিস দিয়ে রাস্তাটি তৈরি করা হচ্ছে। রাস্তার কোনও সিডিউল বলা হচ্ছে না। নামমাত্র পিচ দিয়ে রাস্তাটি তৈরি করার কারণে হাত দিলেই পিচ এবং পাথর উঠে আসছে। তারই প্রতিবাদে বৃহস্পতিবার সকালে মনিগ্রাম চালতেপোতা এলাকায় সড়কের উপর দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা সঠিকভাবে রাস্তা নির্মান করার দাবি জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন