মানবিক উদ্যোগ
শীত পরতেই বহু পথবাসী ভবঘুরে শীতবস্ত্রের জন্য কষ্ট পাচ্ছেন। এই অসহায় মানুষগুলির আবার অনেক সময় ঠিকমতো খাবারও জোটে না। এই সব প্রান্তিক, নিরন্ন মানুষদের পাশে দাঁড়িয়ে শীতবস্ত্র, শুকনো খাবার তুলে দিল মধ্যমগ্রাম ওয়ার্ল্ড আর্ট অর্গানাইজেশন। বৃহস্পতিবার সন্ধেয় উত্তর ২৪ পরগনার বনগাঁ স্টেশন চত্বর থেকে মধ্যমগ্রাম পর্যন্ত ১৪০ জন পথবাসী ভবঘুরের হাতে কম্বল, ৩০ জন শিশুকে শীতের পোষাক এবং শুকনো খাবার তুলে দিল ওয়ার্ল্ড আর্ট অর্গানাইজেশনের সদস্যরা। সংগঠনের অন্যতম সদস্য বিশ্বজিৎ ভৌমিক জানান, বনগাঁ থেকে মধ্যমগ্রাম রেল স্টেশন চত্বরে ঘরছাড়া, বস্ত্রহীন, ক্ষুধার্থ মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট লাঘব করতে, তাদের মুখে একটু হাসি ফোটাতে পেরে আমরা ওয়ার্ল্ড আর্ট অর্গানাইজেশনের সদস্যরা গর্বিত এবং আনন্দিত।
একদিনের প্রশিক্ষণ
দুয়ারে সরকার, পাড়ায় সমাধান, মিশন নির্মল বাংলার মতো সরকারি প্রকল্পকে বাস্তবায়নে আরও সফলতা আনতে এবার লোকশিল্পীদের দিয়ে প্রকল্পগুলি প্রচার করার ভাবনা নিয়েছে রাজ্য সরকার। এই উপলক্ষ্যে পুরুলিয়ার তথ্য ও সংস্কৃতি দপ্তরে লোকশিল্পীদের নিয়ে একদিনের প্রশিক্ষন শিবির অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। দপ্তর সূত্রে জানা গেছে, ২ জানুয়ারী থেকে তৃতীয় পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি শুরু হচ্ছে। পাশাপাশি পাড়ায় সমাধান, মিশন নির্মল বাংলা প্রকল্পের কাজও শুরু হবে। এব্যাপারে কিভাবে প্রচারের কাজ চালানো হবে, সেব্যাপারে শিবিরের মাধ্যমে লোকশিল্পীদের প্রশিক্ষন দেওয়া হল বলে জানান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী। উপস্থিত ছিলেন মানভূম ক্যালচার একাডেমির পক্ষে হংসেশ্বর মাহাতো, রঘুনাথপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক অসিত ঘোষাল, পুরুলিয়া জেলা পরিষদের ডেপুটী সেক্রেটারী সুব্রত কুমার বর্মন, এসবিসিসি সেলের বিকাশ চক্রবর্তী সহ অন্যান্যরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন