Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

দিনের টুকিটাকি : ‌২৭ ডিসেম্বর, ২০২১

চুরির সামগ্রী

চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল বীরভূম জেলার দুবরাজপুর থানার পুলিশ। ওসি আফরোজ হোসেনের নেতৃত্বে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হল। এই ঘটনায় ২ দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে  পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, দুবরাজপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের চৌধুরি পাড়ার বাসিন্দা পলি সিনহার ফাঁকা বাড়িতে ২ দুষ্কৃতী বাড়ির তালা ভেঙে বাড়ির একাধিক জিনিসপত্র চুরি করে নিয়ে পালায়। সকালে বাড়ি ফিরে চুরির ঘটনা টের পান বাড়ির লোকেরা। তদন্তে নেমে পুলিশ ২৪ ঘন্টার মধ্যে দুবরাজপুরের বাসিন্দা সন্দীপ মেটে এবং মনিমোহন দাস নামে ২ দুষ্কৃতীর কাছ থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে। তাঁদের কাছ থেকে একটি মারুতি ভ্যানও আটক করা হয়েছে। এই মারুতি ভ্যানেই চুরি করা জিনিসপত্র রাখা ছিল। 







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন