রাজস্থান দর্শন
পুরুলিয়া জেলায় মারোয়াড়ী সম্প্রদায়ের একটি বড় অংশের মানুষের বসবাস। এখনও রাজস্থানের সঙ্গে তাঁদের নিবিড় সম্পর্ক রয়েছে। পুরুলিয়ার সখি সহেলী নামে একটি মহিলা সংগঠনের উদ্যোগে মিনি রাজস্থান তুলে ধরা হয়েছে পুরুলিয়ায়। শহরের একটি রিসর্টে রাজস্থানের কেল্লা এবং মন্দিরগুলিকে কাপড়, থার্মোকল এবং প্লাস্টার অফ প্যারিসের মাধ্যমে তুলে ধরা হয়েছে। পুরুলিয়ার ভাস্কর রাহুল দাসের হাতে এই শিল্পকর্ম ফুটে উঠেছে। সংগঠনের সভাপতি সুনিতা খৈতান বলেন, রাজস্থান এক গুরুত্বপূর্ণ পর্যটন স্থল। এখানে রয়েছে প্রাচীন কেল্লা থেকে শুরু বিভিন্ন প্রাসাদ এবং মন্দির। রয়েছে মরুভূমি। ছোট্ট আঙ্গিকে এই সব কিছু তুলে ধরার একটি প্রচেষ্টা করা হয়েছে। আজ এর আনুষ্ঠানিক উদ্বোধন হল বড়দিন পর্যন্ত প্রতিদিন এই সব কিছুই দেখতে পারবেন সাধারণ মানুষ।
বিজেপিকে কটাক্ষ
কলকাতার রাজপথে দাঁড়িয়ে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন বীরভূম জেলার তৃণমূল সবাপতি অনুব্রত মণ্ডল। কলকাতা পুরভোটে তৃণমূলের জয় প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিজেপি কে আক্রমণ করলেন অনুব্রত। মঙ্গলবার দলীয় কার্যালয়ে তিনি বলেন, কলকাতার মানুষ মমতা ব্যানার্জীকে দেখে, তাঁর উন্নয়ন দেখে দুহাত ভরে আশীর্বাদ করেছেন। বিজেপির উচিত তাঁর উন্নয়নে শামিল হওয়া। শুধু তাই নয়, রাজ্যের সমস্ত পুরসভাগুলিতেও তৃণমূল জিতবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন