জাঁকিয়ে শীত
গোটা রাজ্যের সঙ্গে পুরুলিয়া জেলাতেও জাঁকিয়ে পরতে শুরু করেছে শীত। গত কয়েক দিন ধরেই শীতের এই প্রবনতা চলছে। সোমবার এই জেলার তাপমাত্রা নেমে যায় ৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে। ফলে শীতে কাঁপছেন গোটা জেলার মানুষ। জেলার প্রত্যন্ত অঞ্চল যেমন ঝালদা, বাঘমুণ্ডি এবং মানবাজার এলাকার তাপমাত্রা আরও কম। ডিসেম্বরের শেষে তাপমাত্রার পারদ এতোটা নিচে নামতে বহুদিন দেখেন নি জেলার মানুষ। শীত থেকে থেকে রক্ষা পেতে আগুনের তাপে নিজেদেরকে সেঁকে নিচ্ছেন সাধারণ মানুষ। সন্ধে নামতেই পথঘাট অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছে। তবে শীতের এই মরসুমে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের নিচে পর্যটকদের ভিড় জমছে। নানা স্থান থেকে পর্যটকেরা এখন ভিড় জমাচ্ছেন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে। ফাঁকা নেই জেলার অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোও।
জয়ী তৃণমূল
পুরুলিয়ার হাই মাদ্রাসা ইসলামিয়ার পরিচালন কমিটির ভোটে তৃণমূল প্রাথীরা বিপুল ভোটে জয়ী হলেন। রবিবার সন্ধের পর ভোট গণনা শুরু হয়। মোট ৬ টি আসনের মধ্যে ১ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী। বাকি আসনগুলোতে ভোটগ্রহণ করা হয় সকাল থেকেই। গণনা শেষে দেখা যায়, ৫ টি আসনেই জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। এই নির্বাচন ঘিরে সকাল থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয় এলাকা। ফল ঘোষণার পরই প্রাক্তন কাউন্সিলরের উদ্যোগে জয়ী প্রার্থীদের নিয়ে শহরে বিজয় মিছিল বের করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন