নিয়োগের দাবি
দ্রুত নিয়োগ করতে হবে। নাহলে স্বেচ্ছায় মৃত্যুবরণ করবেন তাঁরা। এমনই দাবি নিয়ে মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বারাসত জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন দিল এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চ। কর্মশিক্ষা ও শারীরশিক্ষার বঞ্চিত অনশনকারী প্রার্থীদের দ্রুত চাকরি সুনিশ্চিত করার দাবিতে এদিন এই মঞ্চ একটি প্রতিবাদ মিছিলও করে। এদিন দুপুরে প্রথমে বারাসত স্টেশন সংলগ্ন এলাকা থেকে এসএসসি ছাত্র যুব অধিকার মঞ্চের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল সংঘটিত হয় বারাসত জেলাশাসকের দপ্তর পর্যন্ত। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী নবম থেকে দ্বাদশ শ্রেণীর অনশনকারী প্রার্থীদের চাকরি নিশ্চিত করলেও কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ের অনশনকারীরা আজও বঞ্চিত। অবিলম্বে তাঁদের ভ্যাক্সিনেশন প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত বঞ্চিত প্রার্থীদের চাকরি সুনিশ্চিত করতে হবে। না হলে তাঁদের স্বেচ্ছায় মৃত্যুবরণের অনুমতি চেয়ে এদিন জেলা শাসকের কাছে ডেপুটেশন দেন এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চ কর্মশিক্ষা ও শারীর শিক্ষার প্রার্থীরা
দেহ উদ্ধার
উত্তর ২৪ পরগনার হাবরা থানার সংহতি এলাকায় ঘরের ভেতর থেকে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। জানা গেছে, পেশায় হকার কার্তিক বাড়ুই (৫৬) নামে এক ব্যক্তি বাড়িতে একাই থাকতেন। স্ত্রী ও মেয়ে শ্বশুরবাড়িতে ছিলেন। মঙ্গলবার সকালে পেছনের বাড়িতে থাকা দাদা হঠাৎই দেখতে পান, দরজা খোলা রয়েছে। খাটের উপর পড়ে রয়েছে কার্তিক বারুই। শরীরে একাধিক জায়গায় কামড়ানোর দাগ রয়েছে। তড়িঘড়ি গ্রামবাসীদের ডাকার পর থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান, বাড়িতে একা থাকার কারণে রাতে হয়তো শিয়াল বা বন বিড়াল কামড়েছে। সেই কারণেই শরীরে একাধিক জায়গায় কামড়ানোর দাগ রয়েছে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য বারাসতে পাঠানো হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন