চিড়িয়াখানায়
সোমবার কলকাতা আলিপুর চিড়িয়াখানার বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম সরেজমিনে খতিয়ে দেখলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক ও বন বাহিনীর প্রধান, ম্যানেজিং ডিরেক্টর (ফরেস্ট ডেভলপমেন্ট কর্পোরেশন), আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকবৃন্দ। একদিকে যেমন শীতের আমেজ শুরু হয়েছে তেমনই দিন কয়েক পরেই বড়দিন এবং নতুন ইংরেজি বর্ষের শুরু। এই সময় পর্যটকের ঢল নামবে আলিপুর চিড়িয়াখানায়। সেইকথা মাথায় রেখেই চিড়িয়াখানাকে পরিষ্কার–পরিচ্ছন্ন করে, আরও সাজিয়ে রেখে পর্যটকদের আকর্ষনীয় করে তোলার জন্য নির্দেশ দেন বনমন্ত্রী।
কয়লা খনি
ডেউচা পাচামির প্রস্তাবিত কয়লা খনির ভবিষ্যৎ নিয়ে রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে কিছু প্রশ্ন জানতে চাওয়া হয়েছে। কিন্তু রাজ্য সরকারের পক্ষ তেকে সেব্যাপারে এখনও পর্যন্ত কোনও সদুত্তর দেওয়া হয় নি। সোমবার সিউড়ি রবীন্দ্রসদনে সিপিআইএমের ২৩ তম বীরভূম জেলা সম্মেলনে উপস্থিত হয়ে এই অভিযোগ করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এদিন তিনি অভিযোগের সুরে বলেন, কয়লা খনি হলে পরিবেশের উপর কি প্রভাব পড়বে, সাধারণ মানুষের জীবনে তার প্রভাব কি হবে, কর্মসংস্থান কি হবে? এর সমস্ত উত্তর বিস্তারিতভাবে জানতে চেয়েছেন বামেরা। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও সদুত্তর এখনও আসে নি। সন্তোষজনক উত্তর না পেলে প্রতিরোধ হবে, প্রতিবাদও হবে বলে তিনি এদিন জানান। উল্লেখ্য, দিন কয়েক আগেই সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী এবং রামচন্দ্র ডোমের নেতৃত্বে বাম প্রতিনিধি দল ডেউচা পাচামি প্রস্তাবিত খনি অঞ্চলে গিয়ে প্রতিরোধের মুখে পরেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন