নিয়োগে ধোঁয়াশা
চাকরিতে নিয়োগের দাবিতে আন্দোলনে নামলেন পুরুলিয়া জেলার ৮৮ জন যুবক–যুবতী। চাকরিতে নিয়োগের দাবি তুলে মঙ্গলবার জেলা শিক্ষা ভবনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন তারা। একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে রাজ্য শিক্ষা দপ্তরের চুক্তি অনুযায়ী জেলার স্কুলগুলিতে কম্পিউটার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। ২০২০ সালে বেসরকারি সংস্থার পক্ষ থেকে একটি নিয়োগ পরীক্ষা হয়। তখন পুরুলিয়ার ৮৮ জন যুবক–যুবতীর হাতেও নিয়োগপত্র তুলে দেওয়া হয়। কিন্তু জেলা স্কুল পরিদর্শকের কাছে এই নিয়োগ সংক্রান্ত কোনও তথ্য না থাকায় বিদ্যালয়গুলিতে কম্পিউটার শিক্ষক–শিক্ষিকাদের যোগদানের অনুমোদন দিতে নারাজ জেলা স্কুল পরিদর্শক। এরফলে সমস্যায় পরেছেন জেলার ওই ৮৮ জন কম্পিউটার শিক্ষক–শিক্ষিকা।
রেল সংক্রান্ত প্রস্তাব
যাত্রী সুবিধার্থে হাওড়া–চক্রধরপুর ট্রেন হাওড়া স্টেশন থেকে পুরনো সময়সূচী মেনে চালানো, শিয়ালদা–আসানসোল ট্রেনকে পুরুলিয়া পর্যন্ত বাড়ানোর মতো বেশকিছু প্রস্তাব নিয়ে সোমবার সন্ধেয় পুরুলিয়া নাগরিক মঞ্চের পক্ষ থেকে পুরুলিয়া ষ্টেশন ম্যানেজারের কাছে লিখিত আকারে প্রস্তাব দেওয়া হল। পুরুলিয়ার ট্রেন যাত্রী, প্রতিবন্ধী, সিনিয়র সিটিজেন, অসুস্থ যাত্রীদের সুবিধার জন্য এই প্রস্তাব জানানো হয়েছে বলে জানা গেছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাগরিক মঞ্চের সম্পাদক ঋতুরাজ দে, সভাপতি সুবল চন্দ্র দে সহ অন্যান্য সদস্যরা। পুরুলিয়া স্টেশন মাস্টার নাগরিক মঞ্চের লিখিত আবেদনপত্রটি গ্রহণ করে সেই আবেদনগুলি খতিয়ে দেখে সমস্যা সমাধানের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন