বড়দিনের প্রার্থনা
বড়দিনের উৎসবে করোনা থেকে মুক্তির প্রার্থনা করা হল। শনিবার সিউড়ির লাল গির্জা আলোকমালায় সেজে উঠেছিল। শনিবার বড়দিনের সকালে সিউড়ির পশ্চিম লালকুঠি পাড়ার লাল গির্জা বা নর্দাণ ইভানলজিক্যাল লুথারিয়ান চার্চে ফাদার সহ খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষেরা শান্তি কামনায় প্রার্থনা করলেন। আনুমানিক ১৮৭৬ খ্রীষ্টাব্দে মিশনারীরা ৩৭ শতক জায়গার উপর এই গির্জাটি নির্মান করেছিলেন। ২৫০ বছরের এই প্রাচীন চার্চটির নাম দেন নর্দান ইভালজিক্যাল লুথারিয়ান চার্চ। রোমান ও ইটালিয়ান স্হাপত্যের অনুকরণে নির্মিত এই লাল রঙের চার্চটি এলাকার মানুষের কাছে লাল গির্জা নামে পরিচিত। এমনই জানালেন আর টি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা ক্রিস্টিনা মাড্ডি। রেভারেন্ড এসকে প্রসাদ জানান, শনিবার সকাল দশটায় প্রভু যীশুর জন্মদিনে বিশেষ প্রার্থনায় মিলিত হন বহু মানুষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন