Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১

দিনের টুকিটাকি : ‌২৪ ডিসেম্বর, ২০২১

তৃণমূলে যোগ

শুক্রবার রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে বিভিন্ন দলের ৩৭৬ জন নেতা, কর্মী তৃণমূলে যোগদান করলেন। এর ফলে পুর নির্বাচনের আগে উত্তর ২৪ পরগনার হাবড়ায় তৃণমূলের শক্তি বৃদ্ধি হল বলে মনে করছেন এলাকার তৃণমূল নেতৃত্ব। কলকাতা পুরসভার নির্বাচনে তৃণমূলের জয়জয়াকার হয়েছে। এবার রাজ্যের বাকি পুরসভাগুলিতে যাতে ফলাফল ভালো হয়, সেই লক্ষ্যে এগোচ্ছে তৃণমূল। এমন পরিস্থিতিতে এদিন বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের নেতা, কর্মীরা তৃণমূলে যোগদান করায় খুশি তৃণমূল। শুক্রবার হাবড়ার কলতান পেক্ষাগৃহে মিলন মেলা অনুষ্ঠানের মাধ্যমে এই যোগদান পর্ব সারা হয়। এব্যাপারে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, আগামী পুর নির্বাচনে উত্তর ২৪ পরগনা জেলার ২৬ টি পুরসভাতেই জয়ী হবে তৃণমূল। বিজেপি পশ্চিমবঙ্গের একটি পুরসভারও দখল নিতে পারবে না বলে দাবি করেন জ্যোতিপ্রিয়। এদিনের সভায় থেকে তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন যে, আগামী দিনগুলিতে বিরোধী নেতা, কর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। 







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন