রাস্তা নির্মান
পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের তুন্তুরি সুইসা অঞ্চলের রাঙামাটি মোড় থেকে তুন্তুড়ি - সুইসা ভায়া গাগী গ্রাম পর্যন্ত একটি নতুন বিটুমিনাস সড়ক নির্মাণ প্রকল্পের উদ্বোধন করলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী সন্ধ্যারানী টুডু। রাস্তাটি বাম আমল থেকেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ওই এলাকার গ্রামগুলি থেকে সব্জি বিক্রেতা, ছাত্রছাত্রীদের পড়াশোনা করতে যেতে অসুবিধায় পড়তে হয়। এছাড়াও অ্যাম্বুলেন্স যাতায়াত করতেও দুর্ভোগে পড়তে হয়। বহুবার আবেদন জানানোর পর অবশেষে সেই দুর্ভোগ থেকে রেহাই পেতে চলেছেন এলাকাবাসি। মন্ত্রী এদিন জানান, এলাকার কোনও রাস্তাঘাট যদি নাজেহাল অবস্থায় থাকে, তাহলে সেগুলি স্থানীয় সরকারি দপ্তরে অভিযোগ জানালে শীঘ্রই তৈরী করা হবে সেই রাস্তাগুলি। এলাকাকে আরও সাজিয়ে তোলা হবে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘমুন্ডি ব্লক আধিকারিক দেবরাজ ঘোষ, বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো, পুরুলিয়া জেলা সভানেত্রী নমিতা সিং মুড়া, জেলা পরিষদ সদস্য গুরুপদ টুডু সহ বিশিষ্টজনেরা।
কংগ্রেসের আন্দোলন
হাবরা শহর জাতীয় কংগ্রেসের উদ্যোগে হাবরা পুরসভায় ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হল। হাবরা পুর এলাকায় সার্বিক উন্নয়নের স্বার্থে সুস্থ নাগরিক পরিষেবার দাবিতে হাবরা শহর জাতীয় কংগ্রেসের ডাকে ডেপুটেশন দেওয়া হয় বুধবার। এদিন নগরউখড়া মোড় থেকে একটি মিছিল করে হাবরা পুরসভায় আসেন জাতীয় কংগ্রেস কর্মীরা। হাবরার বেশ কিছু ওয়ার্ড জলমগ্ন অবস্থায় দীর্ঘদিন রয়েছে। এছাড়া পুর পরিষেবার অবনতি হয়েছে। পাশাপাশি, টোটো চালকদের কাছ থেকে টাকা সংগ্রহ সহ প্রায় কুড়ি দফা দাবি নিয়ে এদিন ডেপুটেশন দিতে আসেন কংগ্রেস কর্মীরা। কিন্তু পুরসভার কাছে পৌঁছানোর আগেই কংগ্রেস কর্মীদের আটকে দেয় পুলিশ। এরপরই শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পরে প্রশাসনের পক্ষ থেকে পাঁচ জনের একটি দলকে ডেপুটেশন দিতে পুরসভার ভেতরে পাঠানো হয়। জাতীয় কংগ্রেস কর্মীদের দাবি, রাজ্য সরকার যেভাবে পুরসভাগুলিকে অকেজো করে রেখেছে, তারই প্রতিবাদে তাঁদের এই গন ডেপুটেশন। প্রশাসকের হাতে এদিন কুড়ি দফার একটি স্মারকলিপি তুলে দেন তাঁরা। পাশাপাশি, তারা দাবি করেন, অতি দ্রুততার সঙ্গে পুর এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে সুস্থ নাগরিক পরিষেবা দিতে হবে। না হলে আগামী দিনে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুশিয়ারী দিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন