Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

সমাজসেবার মাধ্যমে ‌মায়ের মৃত্যু বার্ষিকী পালন

Celebrating-the-death-anniversary-of-mother-through-social-service

সৌদীপ ভট্টাচার্য : ‌মায়ের মৃত্যু বার্ষিকী সমাজসেবার মাধ্যমে পালন করলেন বারাসত নবপল্লীর বাসিন্দা প্রতিমা রায়চৌধুরী। পাশাপাশি, এদিন তাদের বিবাহ বার্ষিকীর খবর পেয়ে ওই পথ শিশুরাই প্রতিমা রায়চৌধুরী ও তাঁর স্বামী নির্মল রায়চৌধুরীকে সংবর্ধিত করল। এমনটা পেয়ে আপ্লুত ওই দম্পতি। 


তাঁরা জানান, '‌ওই পথশিশুদের জন্য খাওয়াদাওয়ার ব্যবস্থা করে আজকে মায়ের মৃত্যুবার্ষিকী পালন করার ইচ্ছা ছিল।'‌ কিন্তু ওই শিশুরা খবর পেয়েছে যে, এই দিনটি তাঁদের বিবাহ বার্ষিকীও। এর পর ওই শিশুরা তাঁদের সংবর্ধনা দেয়। এটা তাঁদের বৈবাহিক জীবনের সেরা পাওনা বলেই জানান ওই দম্পতি। মঙ্গলবার বারাসত নবপল্লীর বাসিন্দা রানীপ্রভা রায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পথশিশু, ভবঘুরে ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন তাঁর মেয়ে প্রতিমা রায়চৌধুরী সহ তাঁর পরিবার। 


সোমবার দুপুরে  ওই পথশিশু, ভবঘুরেদের হৃদয়পুরে মাছ, ভাত, মিষ্টি খাওয়ানোর পাশাপাশি এখানকার দুঃস্থ মহিলাদের হাতে নতুন শাড়িও তুলে দেন প্রতিমা দেবী। একইসঙ্গে পথশিশুদের দুধ, কেক, বিস্কুট, চকলেট, কলা তুলে দেন তিনি। উপস্থিত ছিলেন প্রতিমাদেবীর স্বামী নির্মল রায় চৌধুরী, হৃদয়পুর নবসোপানের সম্পাদিকা রত্না রায়, সৌভিক ভট্টাচার্য, সুপর্ণা মন্ডল সহ বিশিষ্টজনেরা । 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন