সৌদীপ ভট্টাচার্য : শনিবার উত্তর ২৪ পরগনার বারাসত চন্দনপুর এলাকায় মৃত বিজেপি কর্মী মহাম্মদ আলীর বাড়িতে যান সিবিআই এর চারজনের একটি প্রতিনিধি দল। মৃত মোহাম্মদ আলীর স্ত্রী সেলিমা বিবির সঙ্গে কথা বলেন সিবিআইয়ের প্রতিনিধি দল।
প্রসঙ্গত, ২৫ জুন তৃণমূলী হামলায় গুরুতর আহত হন মোহাম্মদ আলী নামে এলাকার এক বিজেপি নেতা। প্রায় একমাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর অবশেষে ৬ আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে মৃত্যু হয় তাঁর। প্রথম থেকে পরিবারের অভিযোগ ছিল, মোহাম্মদ আলীকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পিটিয়ে খুন করেছে। এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার গ্রহণ করে।
এই ঘটনায় সাম্প্রতিক খুনের মামলা রুজু করা হয় সিবিআইয়ের পক্ষ থেকে। খুনের মামলা রুজু হতেই তৎপরতা শুরু হয় সিবিআইয়ের অন্দরে। শনিবার সকালে এই মামলার তদন্ত করতে বারাসতের চন্দনপুরে নিহত বিজেপি নেতার বাড়িতে আসেন সিবিআইয়ের চার সদস্যের প্রতিনিধিদল। তাঁরা মৃতের স্ত্রীর সঙ্গে কথা বলে ওই দিনের ঘটনার বিস্তারিত তথ্য নেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন