ইতিহাসেআজ
জাতীয় প্রেক্ষিত :
১) ১৯৪৯ খ্রিস্টাব্দে গান্ধীজীকে হত্যা করার জন্য আম্বালা জেলে নাথুরাম বিনায়ক গডসে ও নারায়ণ দত্তাত্রেয় আপ্তেকে ফাঁসি দেওয়া হয়।
২) ১৯৫৫ খ্রিস্টাব্দে গোয়ার সামরিক আদালত ত্রিদিপ চৌধুরী সহ অন্যান্যদের দশ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে।
৩) ১৯৮২ খ্রিস্টাব্দে গান্ধীজীর একান্ত অনুগামী বিনোবা ভাবের জীবনাবসান ঘটে।
৪) ১৯৯০ খ্রিস্টাব্দে উপরাষ্ট্রপতি শঙ্করদয়াল শর্মার কাছ থেকে মাদার টেরিজা সোভিয়েত ল্যান্ড নেহেরু পুরস্কার গ্রহণ করেন।
■ জিম্বাবোয়ের রাষ্ট্রপতি রবার্ট মুগাবের নাম ১৯৮৯ খ্রিস্টাব্দের জওহরলাল নেহেরু পুরস্কারের জন্য ঘোষিত হয়।
■ ১৯৮৯ খ্রিস্টাব্দের ইন্দিরা গান্ধী পুরস্কার ইউনিসেফকে দেওয়ার কথা ঘোষিত হয়।
■ ১৯৮৯ খ্রিস্টাব্দে পাকিস্তানের করাচিতে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় সচিন তেন্ডুলকর ও ওয়াকার ইউনিসের।
৫) ১৯৯৩ খ্রিস্টাব্দে অসমের মুখ্যমন্ত্রী হিতেশ্বর সইকিয়া গুয়াহাটিতে উত্তর-পূর্বাঞ্চলে প্রথম মহিলাদের পরিচালিত পুলিশ থানার উদ্বোধন করেন।
৬) ২০০০ খ্রিস্টাব্দে দেশের ২৮তম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ ঘটে ঝাড়খণ্ডের।
৭) আজকের দিনে জন্মেছিলেন ভারতীয় আইনজ্ঞ ও সমাজ সংস্কারক কর্নেলিয়া সোরাবজি; ব্রিটিশ বিরোধী 'মুণ্ডা বিদ্রোহ'র নেতা বিরসা মুণ্ডা ; ভারতে আইনি সংস্কারের অন্যতম পথিকৃত বিচারক ভি আর আইয়ার; থিওসোফিক্যাল সোসাইটির সভাপতি রাধা বার্ণিয়ার; ভারতীয় টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা প্রমুখ।
৮) আজকের দিনে প্রয়াত হন সাহিত্যিক ও সাংবাদিক বিধায়ক ভট্টাচার্য; ভারতীয় পরিসংখ্যানবিদ বসন্তশঙ্কর হুজুরবাজার প্রমুখ।
আন্তর্জাতিক প্রেক্ষিত :
১) ১৮৮৯ খ্রিস্টাব্দে ব্রাজিলকে প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ঘোষণা করেন মার্শাল ডিওডোরো ডা ফনসেকা।
২) ১৯১৪ খ্রিস্টাব্দে বিশ্বের প্রথম খেলোয়াড় হিসাবে খেলতে খেলতে প্রয়াত হন হ্যারি টার্নার। ওহিও লীগ ফুটবলে এই ঘটনা ঘটে।
৩) ১৯২০ খ্রিস্টাব্দে লীগ অব নেশনস 'র প্রথম অধিবেশন বসে সুইজারল্যান্ডের জেনেভা শহরে।
৪) ১৯৩৩ খ্রিস্টাব্দে থাইল্যান্ড-এ প্রথমবার সাধারণ নির্বাচন হয়।
৫) ১৯৫৫ খ্রিস্টাব্দে আমেরিকার সেন্ট পিটারসবার্গ শহরে প্রথম মেট্রো রেল চলাচল শুরু হয়।
৬) ১৯৯০ খ্রিস্টাব্দে ব্লগাররা কমিউনিস্ট শাসনের অবসান ঘটে এবং নতুন প্রজাতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হয়।
৭) আজকের দিনে জন্মেছিলেন ইংরেজ লেখক স্যাচেভেরাল সিটওয়েল; এস্টোনিয়ান চিকিৎসক হেরাল্ড কেরেস; জার্মান জাগলার ফ্রান্সিস ব্রান; অস্ট্রেলিয়ান সাংবাদিক কেন সাটক্লিফ প্রমুখ।
৮) আজকের দিনে প্রয়াত হন জার্মান লেখক উইলহেম রাবি; নোবেল জয়ী ফ্রাঙ্কো-সুইস রসায়নবিদ আলফ্রেড ওয়ার্নার; আমেরিকান নৃতত্ববিদ মার্গারেট মিড প্রমুখ।
স্মরণীয় আজ : প্যালেস্টাইনের স্বাধীনতা দিবস, শ্রীলঙ্কায় জাতীয় বৃক্ষরোপন দিবস, আইভরি কোস্ট এ শান্তি দিবস, ব্রাজিলে প্রজাতন্ত্র কার্যকর দিবস কানাডাতে জাতীয় ফিলানথ্রপি দিবস, বিশ্ব COPDদিবস,মেক্সিকোতে বিপ্লব দিবস।
সংকলক : স্বপন ঘোষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন