ইতিহাসে আজ
জাতীয় প্রেক্ষিত :
১) ১৯৫৯ খ্রিস্টাব্দে লোকসভায় চিন–ভারত সীমান্ত বিরোধ নিয়ে দ্বিতীয় শ্বেতপত্র পেশ করা হয়।
■ আসামের করিমগঞ্জ অঞ্চলে তুকেরগ্রাম পাকিস্তান ১৪ মাস শাসন করার পর ভারতকে ফিরিয়ে দেয়।
২) ১৯৮৩ খ্রিস্টাব্দে কপিলদেব ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আহমেদাবাদ টেস্টে ৮৩ রানে ৯ উইকেট দখল করলেও ভারত ওই টেস্টম্যাচ হেরে যায়।
৩) ১৯৮৮ খ্রিস্টাব্দে নয়াদিল্লিতে তিনদিনব্যাপী পরমাণু নিরস্ত্রীকরণ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন হয়।
৪) ২০১৩ খ্রিস্টাব্দে সচিন তেন্ডুলকর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর শেষ ক্রিকেট ম্যাচ খেলতে নামেন মুম্বইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে।
৫) আজকের দিনে জন্মেছিলেন ভারতীয় বোড়ো ভাষার লেখক ও বোড়ো সাহিত্য সভার সভাপতি সতীশচন্দ্র বাসুমাতারী; ভারতীয় অভিনেতা শ্রীরাম লাগু; পাঞ্জাবী সাহিত্যিক অজিত কৌর; প্রাক্তন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় ও কোচ পুল্লেলা গোপিচাঁদ; হিন্দি সিনেমার অভিনেতা আদিত্য রায় কাপুর প্রমুখ।
৬) আজকের দিনে প্রয়াত হন ভারতীয় অভিনেতা জায়ন; ভারতীয় ঔপন্যাসিক গুলশান নন্দ; ভারতীয় ক্রিকেটার রাজেশ পিটার; প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ও ড. আগরওয়াল আই হসপিটালের প্রতিষ্ঠাতা জয়বীর আগরওয়াল প্রমুখ।
আন্তর্জাতিক প্রেক্ষিত :
১) ১৮৪৯ খ্রিস্টাব্দে রাশিয়ান কোর্ট রাষ্ট্র বিরোধীতার অপরাধে ফিওডোর ডস্তোয়োভস্কি হত্যার আদেশ দেয়।
২) ১৮৫৫ খ্রিস্টাব্দে ইউরোপের প্রথম মানুষ হিসাবে ডেভিড লিভিংস্টোন আফ্রিকার ভিক্টোরিয়া জলপ্রপাত প্রত্যক্ষ করেন।
৩) ১৯১৪ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয় ফেডেরাল রিজার্ব্যাঙ্ক।
৪) ১৯৪৫ খ্রিস্টাব্দে UNESCO প্রতিষ্ঠিত হয়।
৫) ১৯৭৩ খ্রিস্টাব্দে নাসা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত 'স্কাইল্যাব প্রোগ্রাম' ঘোষণা করে ।
৬) আজকের দিনে জন্মেছিলেন নাইজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি নিনামডি আজিকিউয়ি; পর্তুগীজ ঔপন্যাসিক হোসে সারামাগো ; ইতালিয়ান লেখক লুসিয়ানো বোটারো; ইংরেজ লেখক মিচেল বিলিংটন; আমেরিকান কবি ক্রেগ আর্নল্ড প্রমুখ।
৭) আজকের দিনে প্রয়াত হন ফিনিশ বটানিস্ট পেহের কালম; অটোমান সুলতান চতুর্থ মুস্তাফা; ইংরেজ ক্রিকেটার জ্যাক ফস্টার; নোবেল জয়ী মার্কিন মাইক্রোবায়োলজিস্ট ড্যানিয়েল ন্যাথালস; নোবেল জয়ী কানাডিয়ান রসায়নবিদ হেনরি টাউব প্রমুখ।
স্মরণীয় আজ : ভারতে জাতীয় সাংবাদিকতা দিবস, আইসল্যান্ডে ভাষা দিবস, আন্তর্জাতিক সহনশীলতা দিবস।
সংকলক : স্বপন ঘোষ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন