Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৭ নভেম্বর, ২০২১

যমদ্বিতীয়া‌য় ‌ফোঁটা পেল ওরা

 

They-got-a-drop

সমকালীন প্রতিবেদন : লিভার ফাউন্ডেশনের উদ্যোগে আদিবাসী, দু:‌স্থ ছাত্রছাত্রীদের জন্য তৈরি স্কুল বীরভূমের সৃষ্টিতে রবিবার বিকেলে আয়োজন করা হলো ছাত্রছাত্রীদের ভাইফোঁটার। ভাইফোঁটার দিন ফোঁটা দেওয়া হয়নি, তাই যমদ্বিতীয়ার দিন এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ৫৫ জন ছাত্রী ৫০ জন ছাত্রকে ফোঁটা দিল। ভাইয়েরাও ফোঁটা দিল। 

আয়োজক সংস্থার পক্ষে ডক্টর শৈবাল মজুমদার জানান, ছাত্রছাত্রীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন। দিদিদের হাতে ফোঁটা নেওয়ার সঙ্গে লুচি–পায়েস খেয়ে খুশি শুভজিৎ সরেন, সূর্য হেমব্রমের মতো ছোটরা। আর তাদেরকে ফোঁটা দিতে পেরে খুশি পূর্ণিমা মুর্মু, সুমনা বাগদীরা। সংস্থার অন্যতম সদস্য মিলন মন্ডল জানান, ছাত্রছাত্রীদের ফোঁটা ঘিরে এমন আনন্দের কথা ভাষায় প্রকাশ করার নয়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন