সমকালীন প্রতিবেদন : উত্তর ২৪ পরগনার বাগদা থানার পাথুরিয়া গ্রামে ৩ দিন গাছের মগডালে কাটাচ্ছিল এক যুবক। পুলিশ, দমকল বাহিনী তাকে নামাতে ব্যর্থ হবার পর গাছ কাটার লোক দিয়ে তাকে গাছ থেকে নামানোর চেষ্টা করতেই নিজের গলায় ছুরি চালিয়ে দিল ওই যুবক। ওই অবস্থাতেই তাকে গাছ থেকে নামিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে ওই গ্রামে।
২ বছর আগে প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার পর থেকে নেশাগ্রস্থ হয়ে পরে পাথুরিয়া গ্রামের যুবক অমিতোষ হালদার। ফুটবল খেলায় পারদর্শী এই যুবককে এরপর নেশামুক্তির জন্য নদীয়ার রানাঘাটের একটি হোমে পাঠানো হয়। ৩ মাস সেখানে রাখার পর অর্থের অভাবে চিকিৎসার কোর্স শেষ হবার আগেই তাকে বাড়ি ফিরিয়ে আনতে বাধ্য হন পরিবারের সদস্যরা।
বাড়ি ফিরে ফের নেশায় আসক্ত হয়ে পরে ওই যুবক। নতুন করে তাকে হোমে পাঠানোর উদ্যোগ নিতেই সোমবার সকালে বাড়ির একটি ৭০ ফুট উচু গাছে চড়ে বসে ওই যুবক। গাছে ওঠার আগে সে সঙ্গে শুকনো খাবার, জল, গামছা এবং একটি ধারালো ছুরিও নিয়ে নেয়। গাছ থেকে তাকে নামাতে বাড়ির লোক, প্রতিবেশী, পুলিশ এমনকি দমকল বাহিনী এসেও ব্যর্থ হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন