শম্পা গুপ্ত : বিদ্যুতের হাইটেনশন টাওয়ারে উঠে পড়ল মানসিক ভারসাম্যহীন এক ব্যাক্তি। মঙ্গলবার সাতসকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পুরুলিয়ার রঘুনাথপুর থানার জরাডী গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথপুর থানার পুলিশ। পাশাপাশি সেখানে পৌঁছায় দমকল বিভাগের কর্মী এবং বিপর্যয় মোকাবিলা দপ্তর।
পুলিশ এবং পরিবার সূত্রে জানা গেছে, বছর ৪০ বয়সের ওই ব্যক্তির নাম অমরনাথ মুর্মু। সোমবার রাতে মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি হাইটেনশন টাওয়ারে উঠে বসে। সারা রাত সে হাইটেনশন টাওয়ারের উপরেই কাটিয়েছে। মঙ্গলবার সকালে এলাকার মানুষজন দেখতে পেয়ে টাওয়ারের নীচে ভিড় জমান। খবর পেয়ে ছুটে আসেন পরিবারের লোকজনও। পরিস্থিতি দেখে তাদের চোখেমুখে রীতিমত আতঙ্কের ছাপ লক্ষ্য করা যায়।
হাইটেনসন টাওয়ারের তার স্পর্শ করলেই মূহুর্তের মধ্যে বড়সড় দূর্ঘটনা ঘটে যেতে পারে। আর সেই চিন্তায় আরও বেশি আতঙটকিত হয়ে পরেন তাঁরা। অনেক ডাকাডাকির পর অবশ্য মঙ্গলবার বেলা ১১ টা নাগাদ নিজেই নিচে নেমে আসে ওই ব্যক্তি। অমরনাথের মা সোহাগী মূর্মু জানান, তার ছেলে মানসিক ভারসাম্যহীন। সোমবার সন্ধেয় বাড়ী থেকে বেরিয়ে উঠে পরে হাইটেনশন টাওয়ারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন