Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৭ নভেম্বর, ২০২১

ভারতের সবচেয়ে সুশাসিত রাজ্য কেরালা : সমীক্ষা ‌রিপোর্ট

 

The-well-governed-state-of-Kerala

দেবাশীষ গোস্বামী : বর্তমানে ভারতের সবচেয়ে সুশাসিত রাজ্য কেরালা। বেঙ্গালুরুর সংস্থা পাবলিক অ্যাফেয়ার্স সেন্টারের করা সমীক্ষা অনুযায়ী এখন সব দিক থেকেই কেরালা এখন ভারত সেরা। পাবলিক অ্যাফেয়ার্স সেন্টার ৩ টি বিভাগে ভাগ করে অর্থাৎ ১৮ টি বড় রাজ্য, ১১ টি ছোট রাজ্য এবং ৬ টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে আলাদাভাবে একটি সমীক্ষা চালায়। 

সমীক্ষা অনুযায়ী,  ১৮ বড় রাজ্যের মধ্যে প্রথম স্থান অর্জনকারী বা সবচেয়ে সুশাসিত রাজ্য হল কেরালা‌। এই তালিকায় ১৮ তম অর্থাৎ সর্বশেষ স্থানটিতে বা সবচেয়ে খারাপ শাসিত রাজ্য হলো উত্তরপ্রদেশ। এই তালিকায় পশ্চিমবঙ্গের স্থান ১৬ তম। ১১ টি ছোট রাজ্যের সমীক্ষায় দেখা যাচ্ছে, এই বিভাগের সবচেয়ে ভালো বা প্রথম স্থানে রয়েছে মিজোরাম। এই বিভাগের ১১ তম বা সর্বশেষ স্থানে অর্থাৎ ভারতের খারাপ শাসিত ছোট রাজ্য হলো রাজধানী দিল্লি। ৬ টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে ভালো বা প্রথম স্থানে রয়েছে পন্ডিচেড়ি এবং সবচেয়ে খারাপ বা শেষ স্থানে আছে লাক্ষাদ্বীপ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন